হঠাৎ করেই আমার স্ত্রীর ডান সাইডের ব্রেস্টের নিপেলে টিপ দিতেই দেখি যে, তার নিপেল থেকে সরিষার দানার মত অল্প একটু সাদা রসের মত নির্গত হচ্ছে। আমি বিগত 01মাস আগেই আমার স্ত্রীকে এমনিতেই ব্রেস্ট আল্ট্রাসনোগ্রাফি করিয়েছি। তাতে কোন প্রকার সমস্যা দেখা যায়নি। এটা কি চিন্তার কোন বিষয় কিনা?? বা আমি কি করতে পারি।